কোর্টে ফিরলেন সানিয়া
মাতৃত্বের স্বাদ নিয়ে টেনিসে ফেরাটা নতুন কিছু নয়। এর আগে কিম ক্লিস্টার্স সন্তান জন্মের বিরতি কাটিয়ে ফিরে গ্র্যান্ড স্ল্যামও জিতেছেন। এইতো কিছুদিন আগে ফিরেছেন সেরেনা উইলিয়ামস। সেই পুরনো ছন্দের পথেই আছেন মার্কিন এই মহাতারকা। এবার সানিয়া মির্জাও আছেন ফেরার লড়াইয়ে। গতবছরই পুত্র সন্তানের মা হয়েছেন ভারতের এই টেনিস তারকা। মাতৃত্বের সেই বিশ্রাম শেষে আবারও লড়াইয়ে ফিরতে প্রস্তুত তিনি।